আত- তাওহীদ ইসলামী কমপ্লেক্স এর বৈশিষ্ট্য সমূহ:
আমাদের উদ্দেশ্য :
কুরআন, হাদীছ, মানহাজুস সালাফ, আক্বীদা, তাওহীদ ও উসূলে পূর্ণাঙ্গ জ্ঞানের সমন্বিত পাঠদান।
শরঈ জ্ঞানের সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রয়োগ করে দক্ষ স্কলার, লেখক, গবেষক, যোগ্য দাঈ ও বাগ্মী গড়ে তোলা।
দ্বিমুখী শিক্ষা (দ্বীনি + আধুনিক ডিগ্রি), শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, আবাসিক তদারকি ও সহায়ক সুবিধাসহ ধারাবাহিক প্রশিক্ষণ।
আরও দেখুন….
০১. বাংলা–আরবি–ইংরেজি দক্ষতার সাথে কুরআন ও হাদীছের গভীর জ্ঞান অর্জনের সুযোগ।
০২. মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আলোকে বিশুদ্ধ জ্ঞান + আধুনিক ডিগ্রি—দ্বিমুখী শিক্ষা।
০৩. মু‘আদালা-ভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সম্পর্ক (যেমন দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, হেদাতিপাড়া)।
০৪. মক্তব, নাজেরা, হিফজ, ইয়াতিম, জামায়াত; শিশু শ্রেণি→দাখিল/আলিম (সাধারণ/বিজ্ঞান)→দাওরায়ে হাদীছ—পূর্ণ একাডেমিক ট্র্যাক।
০৫. বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মাদরাসা থেকে ডিগ্রিধারী দক্ষ ও নিবেদিত শিক্ষক দ্বারা পাঠদান।
০৬. আবাসিক শিক্ষার্থীদের ২৪/৭ মনিটরিং।
০৭. নিয়মিত ক্লাসের বাইরে বিশেষ ক্লাস।
০৮. আরবি–ইংরেজি কথন/লেখন/বক্তৃতা প্রশিক্ষণ।
০৯. পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম পরীক্ষার আগে স্পেশাল প্রস্তুতি ক্লাস।
১০. পড়ালেখা, থাকা–খাওয়া, খেলাধুলা—মনোরম ও আধুনিক ব্যবস্থাপনা।
১১. ক্লাস টিচার + গাইড টিচার পদ্ধতিতে নিবিড় তদারকি।
১২. আবাসিকে দৈনিক তিনবেলা মানসম্মত খাবার সুশৃঙ্খল পরিবেশন।
১৩. সকল শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা।
১৪. সার্বক্ষণিক বিদ্যুৎ।
১৫. ক্যাম্পাসে ডাক্তার/ওষুধ, খাবারজাতীয়, স্টেশনারি, লাইব্রেরি ইত্যাদির ব্যবস্থা।
১৬. বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষার বিশেষ ব্যবস্থা।
১৭. সাপ্তাহিক আঞ্জুমান: উপস্থিতি বক্তৃতা, ইসলামী সংগীত, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি।
১৮. নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা সফর।
১৯. নিয়মিত দাওয়াতি হালাকা ও বার্ষিক সালাফি সম্মেলনের আয়োজন।
আমাদের লক্ষ :
ইসলামী দাওয়াহ ও সংস্কৃতির বিকাশ সাধন করে ঐক্যবদ্ধ ইসলামী সমাজ প্রতিষ্ঠা;
পবিত্র ওহি-ভিত্তিক, প্রযুক্তিনির্ভর, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে অবদান রাখতে সক্ষম জ্ঞানী ও প্রজ্ঞাবান আলিম-নেতৃত্ব তৈরি।
পবিত্র ওহি-ভিত্তিক, প্রযুক্তিনির্ভর, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে অবদান রাখতে সক্ষম জ্ঞানী ও প্রজ্ঞাবান আলিম-নেতৃত্ব তৈরি।
প্রচলিত রাজনীতিমুক্ত, গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক অবস্থান বজায় রাখা/বিকাশ।